মসজিদুল হারামে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
সৌদি আরবের মক্কায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
আজ শুক্রবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে মক্কার পবিত্র মসজিদুল হারামে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ।
ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে জড়ো হন সৌদি নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ ওমরাহ পালনে আসা বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
সব ভেদাভেদ ভুলে বিশ্বের সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।