ঈদের পরে যা কিছু ঘটবেই
এমন কিছু বিষয় আছে যা ঈদের পরে ঘটবেই। ভাবছেন কি সেগুলো? দাঁড়ান ভাবতে হবে না, আমরাই সব বলে দিচ্ছি। তো চলুন ঈদের পরে কী কী ঘটবে সেগুলো দেখে আসি।
- আপনার পকেট যতই ফুলফিল থাক ঈদ শেষে তা ফাঁকা হবেই।
- ঈদের দিনে আত্মীয়স্বজন আর পাড়াপড়শীর বাড়িতে উল্টাপাল্টা খাবার খেয়ে পেটের অবস্থা খারাপ হয়ে আপনার আউট-গোয়িং সিস্টেম ডাইরেক্ট হয়ে গেলে স্যালাইন কেনার জন্য আপনাকে এ দোকান ও দোকানে দৌঁড়াতে হবেই।
- আত্মীয়স্বজনদের বিশাল একটা ফোর্স বেড়ানোর জন্য আপনার বাড়িতে হানা দেবেই।
- ফাঁকা রাস্তায় শহরের রিকশাগুলা ছুটে বেড়াবে একেবারে জেট বিমানের মতোই।
- ঈদের পরে দুই-চারদিন মোবাইল ফোন রিচার্জের দোকানগুলো বন্ধ থাকবে বিধায় আপনার ফোন রিচার্জের অভাবে খেলনা মোবাইলে রূপান্তরিত হবেই।
- টেলিভিশনের বস্তা পঁচা নাটক, সিনেমা আর টেলিফিল্ম দেখে আপনার বমি চলে আসবেই।
- বউ-বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে তাদের এটা ওটা কেনার বায়না দেখে আপনার মাথা চক্কর দিয়ে উঠবেই।
- যারা ঢাকা ছেড়ে গিয়ে শহরটাকে ফাঁকা করে দিয়েছিল তারা আবার হই হই করে ফেরত চলে আসবেই।