১৩০ শতাংশ লভ্যাংশ দেবে যমুনা অয়েল, প্রান্তিকে আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি যমুনা অয়েলের সবশেষ ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) আয় বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। এতে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিক কোম্পানিটি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয়ও বেড়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে যমুনা অয়েলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ৮৭ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৬ টাকা ৮৭ পয়সা। এই সময়ে ব্যবধানে আয় বেড়েছে ১৪ টাকা বা ৮২ দশমিক ৯৯ শতাংশ। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১০৯ টাকা ১ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ১০১ টাকা ৪৩ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৫ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১৮৯ টাকা। ঘোষিত ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ২৭ জানুয়ারি বেলা ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।
একইদিন চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রতিবেদন হিসেবে প্রথম প্রান্তিকে কোম্পানিটি আয় বেড়েছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ৯৮ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার প্রতি আয় বেড়েছে ১ টাকা ৬১ পয়সা বা ২৬ দশমিক ৯২ শতাংশ। বিদায়ী প্রথম প্রান্তিকে এনওসিএফপিএস ৪০ টাকা ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ১৩০ টাকা ৩৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১৩ টাকা ২৯ পয়সা।
আয় বৃদ্ধির প্রসঙ্গে যমুনা অয়েলের সচিব মো. মাসুদুর ইসলাম বলেন, ব্যাংক আমানতের সুদের আয় বৃদ্ধি পেয়েছে। এতে কোম্পানির আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। আরও বলেন, আগের অর্থবছরের (২০২১-২০২২) চেয়ে গেল অর্থবছরে (২০২২-২০২৩) শেয়ার প্রতি আয় বেড়েছে ৮২ দশমিক ৯৯ শতাংশ। একই সাথে বিদায়ী অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) চেয়ে চলতি অর্থবছরে (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ২৬ দশমিক ৯২ শতাংশ।
উল্লেখ্য, ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় যমুন অয়েল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি। রিজার্ভ ১ হাজার ৯৪০ কোটি ৩৫ লাখ টাকা। সোমবার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১৮২ টাকা ৩০ পয়সা। সরকার কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার ধারন করেছে। উদ্যোক্ত পলিচালক ২ দশমিক ৯০ শতাংশ শেয়ার ধারন করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ২৮ দশমিক ৬৪ শতাংশ, বিদেশি দশমিক ১১ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীরা ৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার ধারণ করেছে।