ডিএসইর ৬০ কর্মদিবসের নিম্ন লেনদেন আজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর হ্রাসের চেয়ে বৃদ্ধি বেশি ছিল। তবে, লেনদেন কমে এদিন ৩৪০ কোটি টাকার ঘরে নেমে আসে, যা গত তিন মাস বা ৬০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হিসেবে গন্য হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ১৭ আগস্টে লেনদেন হয়েছিল ২৯৯ কোটি ৫২ লাখ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স চার দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৯ দশমিক ৮২ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক এক দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১৬ দশমিক ৮১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯২টির ও কমেছে ৫৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬১টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপারের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স, বিডি থাই, সিভিও পেট্রোকেমিক্যাল, ফু-ওয়াং ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, ইউনিক হোটেল এবং খুলনা প্রিন্টিং শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সাত কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল পাঁচ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই পাঁচ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৫ দশমিক ৬১ পয়েন্টে।
এ ছাড়া সিএসই৫০ সূচক দশমিক আট পয়েন্ট, সিএসই৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক তিন দশমিক ৫০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৫ পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৪২ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৪টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির এক কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে, এএফসি এগ্রো, বিডি থাই, ওয়েস্টার্ন মেরিন, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং ফুড।