সিএসইতে মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। কিন্তু বাজারে মূলধন কমেছে চার হাজার কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক পতন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি। টপটেনের ৭০ শতাংশই দুর্বল কোম্পানির (‘বি’ ক্যাটাগরি) শেয়ারের দখলে রয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় সাত লাখ ৭০ হাজার ৪৫৩ কোটি ৬৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল সাত লাখ ৭৪ হাজার ৫৭৭ কোটি ৬০ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে চার হাজার ১২৩ কোটি ৯৭ লাখ টাকা। লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৮৮ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে পাঁচ কোটি দুই লাখ টাকা। তালিকাভুক্ত ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির, দর কমেছে ৯০টির ও অপরিবর্তিত রয়েছে ১২৩টি কোম্পানির।
একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৫৪১ দশমিক ৯২ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ১২ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ৩১ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ২৮ শতাংশ এবং সিএসইআই সূচক দশমিক শূন্য চার শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৩০৬ দশমিক ২০ পয়েন্টে, ১৩ হাজার ৩৪২ দশমিক শূন্য ছয় পয়েন্টে, ১১ হাজার ৮৯ দশমিক ৮৪ পয়েন্টে এবং এক হাজার ১৭৩ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া সিএসই এসএমইএক্স দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার ৫৫৭ দশমিক ৬৭ পয়েন্টে।
গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির ৭০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। ‘এ’ ক্যাটাগরির ৩০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ‘এ’ ক্যাটাগরির পাওয়ার গ্রিডের শেয়ার। একাই চার কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া এমারেল্ড অয়েলের (‘বি’ ক্যাটাগরি) তিন কোটি ৬৭ লাখ টাকা, দেশবন্ধু পলিমারের (‘বি’ ক্যাটাগরি) তিন কোটি ৬৭ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের (‘এ’ ক্যাটাগরি) দুই কোটি ৬৩ লাখ টাকা, সেন্ট্রার ফার্মার (‘বি’ ক্যাটাগরি) দুই কোটি চার লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের (‘এ’ ক্যাটাগরি) এক কোটি ৭৩ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের (‘বি’ ক্যাটাগরি) এক কোটি ৬৬ লাখ টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের (‘বি’ ক্যাটাগরি) এক কোটি ৫৫ লাখ টাকা, ওয়েস্টোর্ন মেরিনের (‘বি’ ক্যাটাগরি) এক কোটি ৪৯ রাখ টাকা এবং একমি পেস্টিসাইডের (‘বি’ ক্যাটাগরি) এক কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।