ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২২ নভেম্বর) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে দ্বিগুণ। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনসহ প্রধান সূচক উত্থান হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে ৪০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৪ দশমিক ৪৭ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫০ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক এক দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৩ দশমিক ২০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০০টির ও কমেছে ৩২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৮৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর সেন্ট্রাল ফার্মার ২২ কোটি ৩৭ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ২১ কোটি ৯ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১৯ কোটি ৮২ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১৪ কোটি ৪১ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৩ কোটি ৯০ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১০ কোটি ৪৩ লাখ টাকা, বিডি থাইয়ের আট কোটি ৯৬ লাখ টাকা এবং এমারেল্ড অয়েলের আট কোটি সাত লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন শেয়ারদর বাড়ার শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির দর ছিল ২২ টাকা ১০ পয়সা। বুধবার লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়ায় ২৪ টাকা ১০ পয়সা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দুই টাকা বা নয় দশমিক শূন্য চার শতাংশ। বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আট দশমিক ৯৭ শতাংশ, জেমিনি সী ফুডের আট দশমিক ৭৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের আট দশমিক ৬৬ শতাংশ, আজিজ পাইপসের সাত দশমিক ২০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের সাত দশমিক শূন্য এক শতাংশ, লিবরা ইনফিউশনের ছয় দশমিক ২৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ছয় দশমিক শূন্য আট শতাংশ, এমবি ফার্মার পাঁচ দশমিক ৮৭ শতাংশ এবং শমরিতা হসপিটালের পাঁচ দশমিক ৬৮ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।
এছাড়া এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির দর ছিল ৬৬ দশমিক ১০ টাকা। বুধবার লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়ায় ৬২ টাকা ৪০ পয়সা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন দশমিক ৭০ টাকা বা পাঁচ দশমিক ৫৯ শতাংশ। কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ, বাটা সুর চার দশমিক ৯০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের চার দশমিক ৩২ শতাংশ, বিডি থাইয়ের তিন দশমিক ৫১ শতাংশ, পূবালী ব্যাংকের দুই দশমিক ৯৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের দুই দশমিক ৯২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের দুই দশমিক ৭৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের দুই দশমিক ৫৫ শতাংশ এবং বসুন্ধরা পেপারের এক দশমিক ৮৩ শতাংশ করে শেয়ার দর কমেছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল পাঁচ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই চার দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৩ দশমিক ৭৬ পয়েন্টে। সিএসসিএক্স সূচক দুই দশমিক ২০ পয়েন্ট বেড়েছে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ২৫ পয়েন্ট, সিএসই৩০ সূচক এক দশমিক ৭৬ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৮ পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৪২ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪টির, কমেছে ৩১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিকের ৬৮ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৬৩ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৫৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৭ লাখ টাকা, দেশবন্ধু পলিমারের ৪২ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩৫ লাখ টাকা, আমান কর্টনের ৩৪ লাখ টাকা, জেনারেশন নেক্সটের ২৫ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ২৪ লাখ টাকা এবং সেন্ট্রাল ফার্মার ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।