দর কমার শীর্ষে প্যাসিফিক ডেনিমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কমেছে আট দশমিক ৫২ শতাংশ। এই ধরনের কমায় এদিন কোম্পানিটির শেয়ার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ প্যাসিফিক ডেনিমসের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১১ টাকা ৮০ পয়সা। আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে এক টাকা ১০ পয়সা বা আট দশমিক ৫২ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ২০ পয়সা থেকে ১১ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।
ডিএসইতে এদিন টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাইয়ের সাত দশমিক ৭৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ছয় দশমিক ২২ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের পাঁচ দশমিক ৭৬ শতাংশ, এমবি ফার্মার পাঁচ দশমিক ৩৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের পাঁচ দশমিক ২৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের চার দশমিক ৯৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার চার দশমিক ৭০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের চার দশমিক ১৬ শতাংশ এবং দি ঢাকা ডাইংয়ের তিন দশমিক ৬৪ শতাংশ করে শেয়ার দর কমেছে।