দর কমার শীর্ষে ডেল্টা স্পিনার্সের শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল বা বি ক্যাটাগরির ডেল্টা স্পিনার্সের শেয়ার দর আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কমেছে চার শতাংশ। এই ধরনের কমায় এদিন কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ ডেল্টা স্পিনার্সের সমাপনী দর ছিল ৯ টাকা। গত সোমবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা ৪০ পয়সা। এক কর্মদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ৪০ পয়সা বা চার দশমিক ২৫ শতাংশ। আলোচ্যদিনে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৩০ পয়সা থেকে আট টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে। এদিন কোম্পানিটি ৫৭ লাখ ৩ হাজার হাজার ৩৮৬টি শেয়ার হাতবদল হয় এক হাজার ৭৪৫ বার।
ডিএসইর তথ্য মতে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে ডেল্টা স্পিনার্সের সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল দুই পয়সা। প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে পাচ পয়সা। আগের অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল দুই পয়সা। চলতি অর্থবছরের গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা।
কোম্পানি সূত্রে জানা যায়, মার্কিন ডলার থেকে টাকা দর বাড়ার কারনে তুলার দাম (কাঁচামাল) বহুগুণ বেড়ে যায়। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিতাস গ্যাসের দাম বাড়ে ৮৭ শতাংশের বেশি। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত সহ বিদ্যুতের উচ্চ মূল্যের কারণে উৎপাদন ব্যয় বহুগুনে বেড়ে যায়। এতে করে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পরিচালন ক্ষতির সম্মুখীন হয়। ফলে নেতিবাচক ইপিএস হয়।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ডেল্টা স্পিনার্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৬ কোটি ৪৮ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৬৪টি। রিজার্ভ ৫১ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ২০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা চার দশমিক ২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৭৫ দশমিক ১৫ শতাংশ শেয়ার ধারণ করেছে।
দর কমার তালিকায় আজ শীর্ষ দ্বিতীয়তে এসেছে জাহিনটেক্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে চার দশমিক ২১ শতাংশ। ওই তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের তিন দশমিক ৫৭ শতাংশ, জাহিন স্পিনিংয়ের তিন দশমিক ৫৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের তিন দশমিক ৪৪ শতাংশ, জেনারেশন নেক্সটের তিন দশমিক শূন্য সাত শতাংশ, জিল বাংলা সুগারের দুই দশমিক ৩২ শতাংশ, এমবি ফার্মার দুই শতাংশ, জুট স্পিনার্সের এক দশমিক ৯৫ শতাংশ এবং চার্টাড লাইফ ইন্স্যুরেন্সের এক দশমিক ৮৬ শতাংশের শেয়ার দর পতন হয়।