বন্ড ইস্যুতে সম্মতি পেল নাভানা ফার্মাসিউটিক্যালস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওযুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ডটির ইস্যুর মাধ্যমে নাভানা ফার্মা ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংক ঋণ পরিশোধের জন্য বন্ডটির ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।