করপোরেট করের ব্যবধান ১২.৫ শতাংশ চায় ডিএসই
বর্তমান পুঁজিবাজারের পরিস্থিতি বিবেচনা করে লভ্যাংশ আয়ের প্রথম ৫০ হাজার টাকা পর্যন্ত করযোগ্য আয়ের বাইরে রাখা জরুরি হয়ে পড়েছে। আবার ক্যাপিটাল গেইনকর আরোপ না করা সহ তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে করপোরেট করের ব্যবধান ১২ দশমিক ৫ শতাংশ করা উচিৎ বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর ঢাকা ক্লাবে প্রাক বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। সম্মেলনে আসন্ন অর্থবছরের (২০২৪-২০২৫) জাতীয় বাজেটে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বেশকিছু প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
করোনা মহামারি ও তৎপরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৈশ্বিক প্রভাবে বাংলাদেশের পুঁজিবাজারকে নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে মন্তব্য করে হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, এতে পুঁজিবাজার মারাত্মক তারল্য সংকটে ভুগছে। এসব নিরসন সহ পুঁজিবাজারের উন্নয়নে আসন্ন অর্থবছরে বাজেটে আমাদের জন্য সুযোগ সুবিধা জরুরি হয়ে পড়েছে। আগামীতে এসব সুযোগ সুবিধা পাওয়া গেলে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাহায্য করবে। যা শেষ পর্যন্ত পুঁজিবাজারের সার্বিক লেনদেন বৃদ্ধি সহ রাজস্বের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক হবে এবং পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। আবার পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও বৃদ্ধি করবে। পাশাপাশি পুঁজিবাজারের তারল্য সংকট কমাতে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে তিনি আসন্ন বাজেটে বেশকিছু প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো- স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট থেকে উৎসে কর সংগ্রহের হার কমানো। যেমন- লেনদেনের মূল্যের উপর টিডিএসের হার দশমিক শূন্য ৫ শতাংশ হতে কমিয়ে দশমিক শূন্য ২০ শতাংশ করা; উৎসে লভ্যাংশ আয়ের উপর কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে বিবেচনা করা এবং লভ্যাংশ প্রাপ্তির প্রথম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর ছাড়; পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে করপোরেট করের ব্যবধান ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ করা; তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের উপর কর অব্যাহতি। যেমন জিরো কুপন বন্ডের মতো, স্টক এক্সচেঞ্জের যেকোনো বোর্ডে তালিকাভুক্ত যেকোনো করপোরেট বন্ড থেকে উদ্ভূত সুদ/আয় ইস্যুকারী এবং বিনিয়োগকারী নির্বিশেষে কর অব্যাহতি করা। সুকুক সহ সমস্ত ধরনের বন্ড এবং অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ আয়কর আইন, ২০২৩ এর সেকশন ১০৬ থেকে বাদ সহ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা; স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা।