অগ্রজদের সম্মাননা জানিয়ে পিচ ফাউন্ডেশনের যাত্রা
অঙ্গীকার, অনুপ্রেরণা, মর্যাদা, উদ্যম ও আস্থা – এই প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল ‘পিচ ফাউন্ডেশন’। বাংলাদেশের ক্রিকেট যাদের হাত ধরে এই পর্যায়ে এসেছে, সেই সব অগ্রজদের সম্মাননা জানিয়ে পথচলা শুরু করেছে ফাউন্ডেশনটি।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়। ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে থাকার, সহায়তা করার অভিপ্রায় নিয়ে গড়ে ওঠা অলাভজনক এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বর্তমান সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এই খেলাটির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থেকে এবং ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে যেসব খেলোয়াড়, সংগঠক, কোচ, মাঠকর্মী, গণমাধ্যমকর্মী ও অন্য যারা নিবেদিত ছিলেন ও আছেন, তাঁদের পাশে থাকতে চায় পিচ ফাউন্ডেশন।
যাত্রা শুরুর দিনেই অগ্রজদের সম্মাননা জানিয়েছে ফাউন্ডেশনটি। মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটের উন্নতির জন্য যাঁরা অবদান রেখেছেন তাঁদেরকে সম্মাননা ও দুজনকে আর্থিক সহায়তা দিয়েছে।
আবাহনীর প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে বড় অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। এ ছাড়া সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক মরহুম ডা. মাজহারুল ইসলাম দামাল, বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোচ মরহুম চাঁন্দ খান, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম আম্পায়ার মরহুম বজলুর রশিদ, বাংলাদেশের ক্রিকেটের প্রথম কিউরেটর এম এ লতিফ, জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক মরহুম শামিম কবিরকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।
জীবদ্দশায় পিস ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান ও ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু। সংগঠনের তরফ থেকে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে আম্পায়ার সৈয়দ আব্দুল আহাদ ঝুনুর হাতে। জাতীয় দলের সাবেক সহকারী কোচ মরহুম আব্দুল হাদী রতনের পক্ষ থেকে চেক গ্রহণ করেছেন তাঁর স্ত্রী।
অনাগত দিনগুলোতেও ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে থাকার অঙ্গীকার করেছে পিচ ফাউন্ডেশন।
অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, পিচ ফাউন্ডেশনের পাশে থাকবেন তিনি এবং সবধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবিপ্রধান।