অবশেষে আলোর মুখ দেখল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম
চলতি বছরের মার্চে হঠাৎ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বের কারণে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিল ঘোষণা করে বিসিবি। বাতিলের ৩৮ দিন পর নানা জল্পনা-কল্পনার শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ফিরে পেল বিসিবির ভেন্যু।
বিসিবির ভেন্যুর তালিকা থেকে শহীদ চান্দু স্টেডিয়ামকে বাদ দেওয়ার পর থেকেই ক্রিকেট ভক্তদের মাঝে ছিল বিরূপ প্রতিক্রিয়া। বোর্ডের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। স্টেডিয়াম প্রাঙ্গণে মানববন্ধনও করেছিলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন পরিণতি হয়েছে এক সময়ের আন্তর্জাতিক ভেন্যুটির। অবশেষে তাদের দাবির প্রেক্ষিতে আবারও স্টেডিয়ামটিতে কার্যক্রম ফিরতে যাচ্ছে। গতকাল শনিবার দুপুর ১২টায় জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসসি) সঙ্গে আলোচনা করে ভেন্যুটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেয় বিসিবি।
বৈঠক শেষে বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বলেছেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের অধীনেই থাকবে। বিসিবি যেভাবে দেখাশোনা করছিল, সেভাবেই করবে। আমরা আগামীকাল (রোববার) থেকে কার্যক্রম শুরু করবো। আমাদের মাননীয় বোর্ড সভাপতিও যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে ছাড়পত্র দিয়ে দিয়েছেন। আমাদের অধীনে এনে এটাকে পরিচর্যা করতে হবে আগে। এরপর খেলা কবে হবে কিংবা কার খেলা হবে সেগুলো গ্রাউন্ডস কমিটি ঠিক করবে। যে কোনও খেলার আগেই আমরা প্রথমে তালিকাগুলো গ্রাউন্ডস কমিটিতে পাঠাই, তারা অনুমোদন দিলে তবেই খেলা হয়।’
আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বগুড়ায়, এমনটা জানিয়ে বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘প্রথমত বগুড়াতে এখন হোটেলের সমস্যা নাই। বগুড়াতে আন্তর্জাতিক দলগুলোকে রাখার মতো মানসম্পন্ন হোটেল সম্পূর্ণভাবে প্রস্তুত। নতুন যে ধারাগুলো এসেছে সেগুলো নিয়েও আমরা আলাপ করেছি। আগে বগুড়াতে আমরা খেলা পরিচালনা করেছি, বাসে করে যেতে হতো। আজকাল খেলা এত পরিমাণে হচ্ছে, যাত্রার সময়টা সংকীর্ণ হয়ে গেছে। তবে এ ব্যাপারেও উনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা সম্ভব। আমরা এ নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করবো।’
২০০৬ সালে বগুড়ার এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই বছরই আবার সর্বশেষ ম্যাচ হয়, পরবর্তীতে আর খেলা হয়নি সেখানে। মূলত ফাইভ স্টার হোটেল এবং এয়ারপোর্ট সমস্যার কারণেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে জটিলতা দেখা দেয়। এখন থেকে এই স্টেডিয়ামে জাতীয় লীগ ও বিসিবির খেলাগুলো সমন্বয় করে অনুষ্ঠিত হবে।