আফগানিস্তান সিরিজে দর্শক থাকবে
গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে মাঠে দর্শক দেখা যায়নি। বিপিএলের ফাইনাল দিয়ে আবার ক্রিকেট মাঠে দর্শক ফিরে। খুলে দেওয়া হয় গ্যালারি। এবার আফগানিস্তান সিরিজে মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে সীমিত সংখ্যক দর্শক খেলা দেখার অনুমতি পাবেন। সেই সংখ্যা চার-পাঁচ হাজার হতে পারে।
বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তান সিরিজে চট্টগ্রামে চার হাজার ও ঢাকায় পাঁচ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার অনুমতি পেতে পারেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে তিন-চার হাজার দর্শকের মাঠে খেলা দেখার অনুমতি ছিল। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সিদ্ধান্তটি দু’এক দিনের মধ্যে হবে।’
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়।