এটা জীবনেরই অংশ, চোট প্রসঙ্গে সাইফউদ্দিন
পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের যেন নিত্যসঙ্গী চোট। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর থেকেই একপর এক চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। নিজের এই লড়াইটা মেনে নিয়েছেন তিনি। পেসার হওয়ায় হতাশ না হয়ে ধরেই নিয়েছেন যে, এটাই জীবনের সঙ্গী।
লম্বা সময় চোটে পার করে ফের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সাইফউদ্দিন। তাই মাঠে ফেরার প্রস্তুতি চলছে তাঁর। এর ফাঁকে আজ রোববার সাংবাদিকদের সামনে সাইফউদ্দিন চোট প্রসঙ্গে বলেন, ‘আসলে প্রতিটি মানুষের জীবনে ব্রেক থাকেই। আপনি যদি ঢাকায় গাড়ি চালান, একই গতিতে চালাতে পারবেন? ব্রেক দিতেই হবে। তো প্রত্যেকটা মানুষের জীবন (আলাদা)। যারা অনেক ভাগ্যবান তারা দীর্ঘ সময় খেলে যেতে পারে ইনজুরি ছাড়া, দল থেকে খুব কম বের হয়। অধিকাংশ পেস বোলারই ইন এন্ড অফ থাকে। তো এটা জীবনেরই অংশ।’
এবারের ফেরা নিয়েও স্বস্তিতে নেই সাইফউদ্দিন। চোটের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প জানিয়ে সাইফউদ্দিন বললেন, ‘জানি না আবার কতদিন খেলতে পারব। পারফরম্যান্স বা ইনজুরির একটা বিষয় আছে। চেষ্টা তো করছি, তবে কি হবে না হবে সেটা কারো হাতে নেই। তো এটা মাথায় নিয়েই কাজ করা বা এগিয়ে যাওয়া। কিছুটা ব্যাডলাক। হয়তোবা আর পাঁচটা পেস বোলারের চেয়ে আমিই কিছু আনলাকি। তবে এটা জীবনের অংশ। এটা মেনে নিয়েই চলছি।’
পিঠের চোটের কারণে কয়েক মাস ধরে ক্রিকেটে নেই সাইফউদ্দিন। সবশেষ দেশের জার্সিতে খেলেছেন গত বছর অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচের পরই চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। এর পর চোটের কারণেই একে একে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিলেট লিগের আসরগুলো। মিস করেছেন জাতীয় দলের একাদিস সিরিজও।
তবে সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে ক্রিকেটে ফেরেন সাইফউদ্দিন। এরপর ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা করান তিনি। চিকিৎসা শেষে বর্তমানে মাঠে ফেরার জন্য লড়াই করে যাচ্ছেন এই প্রতিভাবান ক্রিকেটার।