ওমানে হবে টেস্ট ক্রিকেট
আইসিসির সহযোগী সদস্যভুক্ত দেশ ওমান। এখনো টেস্ট খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশটি। তবে আফগানিস্তানের সুবাদে দেশের মাটিতে টেস্ট ক্রিকেট হওয়ার সুখবর পেল ওমান। সংযুক্ত আরব আমিরাত ও ভারতের পর টেস্ট ভেন্যু হিসেবে ওমানকে বেছে নিয়েছে আফগানিস্তান।
টাইমস অব ওমানের খবর অনুযায়ী, আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ খেলার জন্য স্বীকৃতি পেয়েছে। চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।
এরপর আগামী মাসেই প্রথম ওমানে হবে টেস্ট ক্রিকেট। ওমানের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। একই দলের বিপক্ষে ওমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে আফগানরা।
এ ব্যাপারে ওমান ক্রিকেটের সচিব মাধু জেসরানি টাইমস অব ওমানকে বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় খবর এবং ওমান ক্রিকেটের জন্য দুর্দান্ত অর্জন। দারুণ প্রতিশ্রুতি নিয়ে আমাদের জন্য শুরু হলো নতুন বছর। আরব আমিরাত ছাড়া কেবল ওমানই একমাত্র সহযোগী দেশ, যেখানে টেস্ট ম্যাচ হবে। আমাদের সবার জন্যই এটি গর্বের।’
ক্রিকেটের সব আনুষঙ্গিক সুযোগ-সুবিধা তৈরি করায় তিন সংস্করণে আইসিসির স্বীকৃত পেয়েছে ওমানের মাঠটি।