গায়ানায় ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব
বৃষ্টির আশঙ্কা আগে থেকেই ছিল। ম্যাচের দিন সেটাই হয়েছে। গায়ানায় বৃষ্টি হয়েছে। আশার খবর হলো, এখন বৃষ্টি নেই। তবে ভেজা গায়ানার আউটফিল্ড। তাই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির টস মাঠে গড়াতে বিলম্ব।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের কাছে হয়ে উঠেছে সিরিজ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আজ গায়ানায় স্বাগতিকদের বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহর দল।
ব্যাটিং ব্যর্থতায় টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সামনে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়া দুই ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও ব্যাটিং নিয়ে ধুঁকছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিভেজা দিনে খেলা মাঠে গড়িয়েছে ১৩ ওভার। ওই ১৩ ওভারেই বাংলাদেশ দেখিয়েছে ব্যাটিং দুর্দশার করুণ চিত্র। একই ভাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডুবতে হয়েছে ব্যাটারদের জন্য।
টানা ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলো শেষ টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে হলেও অন্তত এই ম্যাচটিতে জয় চাই সাকিব আল হাসানদের। তাহলে টি-টোয়েন্টি সিরিজে ড্রয়ের স্বস্তি নিয়ে ওয়ানডে শুরু করতে পারবে বাংলাদেশ। এবার সত্যিই বাংলাদেশ শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার।
অবশ্য ম্যাচটি নিয়ে ইতিবাচক বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। মূল লড়াইয়ের আগে নিজের আশার কথা জানিয়ে অধিনায়ক বলেন, ‘বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেয়ার চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবে চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে। না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। আমরা ইতিবাচক থাকব আমরা পুরো ম্যাচ খেলব ইনশাল্লাহ।’