চেলসিকে হারিয়ে সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের দাপট। ইউরোপসেরা প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবারও সেই পথে আরেক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি। নিজেদের মাঠে সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে কোয়ার্টার ফাইনেলের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ের ম্যাচে গোল করে নায়ক করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মাঠে নামার আগেও সময়টা ভালো যাচ্ছিল না ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ১১ তম। সর্বশেষ ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছে ১-০ গোলে। সেই পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স লিগেও টেনে আনল চেলসি।
ম্যাচের পুরো সময়েই আধিপত্য ছিল রিয়ালের। পুরো ম্যাচের ৫৭ ভাগ সময় বল দখলে রেখে ১৮ বার আক্রমণে যায় রিয়াল। যার মধ্যে ১০টিই ছিল অনটার্গেট শট। তার বিপরীতে ৭বার আক্রমণে যাওয়া চেলসির অনটার্গেট শট মাত্র তিনটিতে।
আক্রমণে আক্রমণে চেলসিকে তাতিয়ে ২১তম মিনিটেই লিড নিয়ে নেয় রিয়াল। দানি কারভাহালের বাড়ানো বল ডি বক্সে পেয়ে ভলি করেন ভিনিসিউস। মুহূর্তেই
কোনোমতে থামান আরিসাবালাগা। তবে শেষ রক্ষা হয় নি। সুযোগ পেয়ে বল জালে ঠেলে দেন বেনজেমা।
পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে রূপ নেয় চেলসি। ৫৯তম মিনিটে ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। তাকে দেখানো হয় লাল কার্ড। চেলসির এই ধাক্কার মাঝে ৭১তম মিনিটে ম্যাচের নাগাল নিজেদের হাতে নিয়ে নেয় রিয়াল।
ম্যাচের ৭১তম মিনিটে রদ্রিগোর বদলে অ্যাসেনসিওকে নামায় রিয়াল। মাঠে নামার তিন মিনিটের মাথায় দারুণ গোলে স্কোরলাইন ২-০ করেন অ্যাসেনসিও। যে ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আগামী মঙ্গলবার ফিরতি লেগে চেলসির ঘরের মাঠে খেলবে রিয়াল। ওই ম্যাচে ব্যবধান ধরে রাখতে পারলেই শেষ চারের টিকেট পাবে কার্লো আনচেলত্তির দল।