চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র কবে?
শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। সেরা আট দল উঠেছে শেষ আটে। লড়াই এবার সেমিফাইনালে ওঠার। তার আগে অনুষ্ঠিত হবে শেষ আটের ড্র। যেখানে জানা যাবে নকআউটের এই ধাপে কে কার প্রতিপক্ষ। আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হবে ড্র।
গতকাল বুধবার (১৫ মার্চ) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, কোয়ার্টার ফাইনালের ৮ দলের মধ্যে সবচেয়ে বেশি তিনটি দল প্রতিনিধিত্ব করছে ইতালি থেকে। ২০০৫-০৬ মৌসুমের পর এবারই প্রথম ইতালির তিনটি দল শেষ আটে জায়গা করে নিয়েছে। মিলান শহরের দুই ক্লাব এসি মিলান ও ইন্টার মিলানের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠেছে নাপোলি। দুটি দল উঠেছে ইংল্যান্ড থেকে। ইংলিশ ক্লাব হিসেবে চেলসি ও ম্যানচেস্টার সিটি পৌঁছেছে শেষ আটে।
স্পেন থেকে একমাত্র দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়া জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ, পর্তুগাল থেকে বেনফিকা উঠেছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ এপ্রিল। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিল।