চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ‘মিলান ডার্বি’ আজ
একই দেশ, একই শহর, একই মাঠ—ইতালির মিলান শহরে তবু ভিন্নতা দুই ক্লাবের মধ্যে। এসি মিলান ও ইন্টার মিলান, আভিজাত্যে ভরা ক্লাব দুটি একে অপরের চিরশত্রু। সেই শত্রুতা নিয়ে ‘মিলান ডার্বি’-তে আজ মাঠে নামবে তারা। লক্ষ্য একটাই, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে এক পা এগিয়ে যাওয়া।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে আজ বুধবার (১০ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় সানসিরোতে মুখোমুখি হবে এসি মিলান ও ইন্টার মিলান। দুই দলের মাঠ একটিই। আজকের ম্যাচে সানসিরো হবে এসি মিলানের হোম ভেন্যু। চ্যাম্পিয়ন্স লিগে দুই মিলান মিলে শিরোপা জিতেছে ১০ বার। এসি মিলানের সাতবারের বিপরীতে তিনবার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে ইন্টার মিলান। ইন্টার সর্বশেষ ২০১০ সালে, এসি মিলান ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল।
ইতালিয়ান সিরি ‘আ’-তে ইন্টার আছে চতুর্থ স্থনে, পঞ্চম স্থানে এসি মিলান। খেলা যে তাই সেয়ানে সেয়ানে হবে, তা সহজেই বলা চলে। ম্যাচের আগে স্বস্তিতে এসি মিলান শিবির। তারা পাচ্ছেন চলতি মৌসুমে তাদের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল লিয়াওকে। মাংসপেশীর চোটে দলের বাইরে ছিলেন তিনি। পর্তুগিজ তারকা লিয়াও এই মৌসুমে এসি মিলানের হয়ে ১৩ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন। তার ফেরাটা দলের জন্য ইতিবাচক। অন্যদিকে ইন্টারের ভরসার বড় জায়গাজুড়ে আছেন রোমেলো লুকাকু ও লাউতারো মার্তিনেজ। ছন্দে আছেন দুজনই।
ম্যাচ প্রসঙ্গে এসি মিলান কোচ স্টেফানো পিওলি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলছি। আমরা এখানে চমৎকারভাবে টিকে আছি। আমরা চেষ্টা করব ফাইনালের আগের এই শেষ ধাপটা (সেমিফাইনাল) অতিক্রম করতে। আমাদের এই দলের কেউই এটা করতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী।’
ইন্টার কোচ সিমোনে ইনজাগি বলেন, ‘এটা ডার্বি ম্যাচ। আমরা জানি এটি আমাদের কাছে, ক্লাবের কাছে, সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি শান্ত আছি। আমি ছেলেদের দেখেছি ওরা বেশ মনোযোগী। ১৮০ মিনিটেই সব নিষ্পত্তি হবে।’
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সর্বশেষ নকআউটে মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে, সেটি অবশ্য শেষ আটে। যেখানে শেষ হাসি হেসেছিল এসি মিলান।