চ্যাম্পিয়ন্স লিগে আজ লাইপজিগের মুখোমুখি হবে ম্যানসিটি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ ইত্তিহাদ স্টেডিয়ামে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে জার্মান ক্লাব লাইপজিগের। অপর ম্যাচে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে আতিথ্য দেবে পর্তুগিজ ক্লাব পোর্তো। শেষ আটে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাত ২টায় শুরু হবে ম্যাচ দুটি।
প্রথম লেগে লাইপজিগের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি। বেশ আগ্রাসী ফুটবলে ভড়কে দিয়েছিল সিটিকে। তা মাথায় রেখে সতর্ক সিটি বস পেপ গার্দিওলা। তবে, আগের লেগ নিয়ে পড়ে থাকতে নারাজ গার্দিওলা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জার্মানিতে কী হয়েছে তা সেখানেই শেষ। আমাদের টিকে থাকতে হবে। ক্লাব আমার কাছে ইউরোপসেরার টাইটেল চায়।’
সেই পথ দূরে। আপাতত লক্ষ্য কোয়ার্টার ফাইনালে ওঠা। সেটি সহজ হবে না। কারণ, দারুণ ছন্দে আছে জার্মান ক্লাব লাইপজিগ। টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে ইংল্যান্ডে আসছে তারা। সিটি অবশ্য প্রস্তুত। দলে ফিরছেন মধ্যমাঠের প্রাণ কেভিন ডি ব্রুইনি। আরও ফিরছেন রিয়াদ মাহরেজ। সঙ্গে আছেন প্রতিপক্ষের গোলমুখের আতঙ্ক আর্লিং হল্যান্ড। তাকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত লাইপজিগ কোচ মার্কো রোস। রাখঢাক না রেখেই বললেন, ‘আমরা হল্যান্ডকে নিয়ে ভীত। ওর ওপর বাড়তি নজর থাকবে আমাদের।’
অন্য ম্যাচে নিজেদের মাঠ স্তাদিও দো দ্র্যাগাওতে ইন্টার মিলানকে আতিথ্য দেবে পোর্তো। প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল ইন্টার। তবে পর্তুগিজ প্রিমেরা লিগায় দ্বিতীয় স্থানে থাকা পোর্তো ঘরের মাঠে যে ছেড়ে কথা বলবে না, তা ভালো করেই জানেন ইন্টার কোচ সিমোন ইনজাগি।