চ্যাম্পিয়ন্স লিগ : ম্যানসিটি-বায়ার্নের দ্বৈরথ আজ
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ৮ ম্যাচের ৭ টিতেই ক্লিনশিট রেখেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে আসরে নিজেদের সর্বশেষ ম্যাচে জার্মানির ক্লাব লাইপজিগকে গুণে গুণে ৭ গোল দিয়েছিল ম্যানচেস্টার সিটি। দারুণ ছন্দে উড়তে থাকা দুদলের দ্বৈরথ হওয়ার পালা এবার!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিনগত রাত ১ টায়।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ৮ ম্যাচের সবকটিতে অপরাজিত জার্মান পরাশক্তি বায়ার্ন। অন্যদিকে সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ৮ ম্যাচে হারের মুখ দেখেনি সিটি। লড়াইটা হবে সেয়ানে সেয়ানে, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। দুই দলের মুখোমুখি দ্বৈরথ মানে ফল অবশ্যম্ভাবী। আগের ছয় দেখায় তিনটি করে জয় পেয়েছে উভয় দলই।
ম্যাচটি নিয়ে উত্তেজনা কাজ করছে দুই শিবিরেই। সিটি শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে জয় পেতে খেলতে হবে সংঘবদ্ধ হয়ে, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই বলেন বায়ার্ন কোচ থমাস তুখেল। বাভারিয়ানদের বসের মতে, ‘আমাদের জয়যাত্রা ধরে রাখতে হলে সিটির বিপক্ষে কমপ্লিট ফুটবল খেলতে হবে। মাঠের সমস্যাগুলো তখনই সমাধান করতে পারব যখন আমরা একটি ইউনিট হয়ে এবং পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে খেলব। এটি কেবল যুক্তি ও কৌশলের ব্যাপার নয়।’
ম্যাচ জিততে বায়ার্ন যে মরণ কামড় দেবে তা জানেন সিটি কোচ পেপ গার্দিওলা। সিটিজেনদের বস বলেন, ‘আমরা এই প্রতিযোগিতার খুব গুরুত্বপূর্ণ সময়ে আছি। প্রিমিয়ার লিগ কিংবা এফএ কাপের ফল এখানে মূখ্য নয়। এখানে আপনাকে পুরো ৯০ মিনিট পারফেক্ট থাকতে হবে এবং অসাধারণ খেলতে হবে।’
ম্যানসিটির সবচেয়ে বড় অস্ত্র এবং একই সঙ্গে বায়ার্নের মাথাব্যথার কারণ আর্লিং হলান্ড। নরওয়ের এই তারকা ফরোয়ার্ড আছেন বিধ্বংসী ছন্দে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি আসরে ৩৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১০ গোল, যার মধ্যে শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাব লাইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে একাই করেছেন ৫ গোল। একই মঞ্চে আবারও জার্মান প্রতিপক্ষ পেয়ে হলান্ড কতটা বিধ্বংসী হয়ে ওঠেন, সেটি দেখতে মুখিয়ে আছে ফুটবল দুনিয়া।
চ্যাম্পিয়ন্স লিগে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব বেনফিকা ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। বেনফিকার মাঠ এস্তাদিও দ্য লুজে রাত ১টায় মাঠে নামবে দল দুটি।