টি-টোয়েন্টিতে বুদ্ধি খাটিয়ে বোলিং করবেন ইবাদত
টেস্ট ও ওয়ানডেতে মাতিয়ে এবার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এবার ডানা মেলার অপেক্ষা তাঁর। সেটা শুরু হতে যাচ্ছে, আসন্ন এশিয়া কাপ দিয়ে। তবে সাদা ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত তারকা টি-টোয়েন্টিতেও মানিয়ে নিতে চান। এই জন্য বুদ্ধি খাটিয়ে বোলিং করবেন এই পেসার।
এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলায় অনুশীলন শুরু করেছেন ইবাদত। অনুশীলনের ফাঁকে জানালেন টি-টোয়েন্টি নিয়ে তাঁর পরিকল্পনার কথা।
সংবাদমাধ্যমের সামনে ইবাদত বলেছেন, ‘দেখেন টেস্টে , সারাদিন বল করার একটা রিদম থাকে, আর টি-টোয়েন্টি হল শর্টার ফরম্যাট। এখানে মানিয়ে নেওয়ার মতো ব্যাপার হলো বুদ্ধি খাটিয়ে বল করতে হবে। তাছাড়া এশিয়া কাপে যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটাররা আগ্রাসী থাকবে। তো পরিকলনা করে বল করাটাই মূল বিষয় আমার কাছে মনে হয়।’
এবারের বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ওই সময়ে দুবাই-শারজাহতে থাকবে অনেক গরম। যদিও এটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন না তিনি, ‘গরম কোনো এক্সকিউজ না, আমাদের দেশেও অনেক গরম। গরম আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। উইকেটটা ওখানে ভালো থাকবে বুদ্ধি করে বল করতে হবে।’
ইবাদত আরো বলেছেন, ‘আমরা বোলাররা যদি কম রানে প্রতিপক্ষকে আটকে দিতে পারি তাহলে আমাদের ব্যাটারদের জন্য কাজ সহজ হয়ে যায়। বাড়তি দায়িত্ব সবারই থাকবে, ব্যাটার হোক বোলার হোক। আমরা সবাই মিলে চেষ্টা করব। টেস্টে বোলাররা বিশেষ করে পেসাররা ভাল করছে। এখন ওয়ানডেতে ভালো করার চেষ্টা করব, (সুযোগ) আসলে টি-টোয়েন্টিতে চেষ্টা করবো। ভালোর তো শেষ নেই, ভালো করতে থাকবো ইনশাআল্লাহ।’