টেস্ট ক্রিকেটে লিটনের অনন্য রেকর্ড
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে অনন্য রেকর্ড করেছেন লিটন দাস। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে লিটন স্থান পেয়েছেন ১২ নম্বরে। তাঁর আগে এই রেকর্ড গড়তে পারেনি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান।
গত ২৬ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট ক্রিকেটে ব্যাটিং র্যাঙ্কিং আপডেট করে। সেখানে দুইধাপ ওপরে এসে দ্বাদশ স্থান পান লিটন দাস। এর আগে তালিকার ১৪তে ছিলেন তিনি। লিটনের আগে সর্বোচ্চ ১৪তম অবস্থানে উঠতে পেরেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এই মুহূর্তে তামিম রয়েছেন তালিকার ৪৩তম অবস্থানে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা প্রায় ২২ বছর ধরে। এত বছরে লিটনের আগে এই অবস্থানে কেউ উঠতে পারেননি। সে হিসেবে এটিকে অনন্য কীর্তি বলাই যায়। আইসিসির প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্নাস ল্যাবুসচেন। তাঁর রেটিং ৯৩৬। আর লিটন দাসের রেটিং ৭০২।
প্রকাশিত তালিকায় মোট ১০০ জন খেলোয়াড় রয়েছেন। লিটনসহ তালিকায় রয়েছেন নয়জন বাংলাদেশি ব্যাটসম্যান। এর মধ্যে ৫০ এর আগে রয়েছেন—২০ নম্বরে মুশফিকুর রহিম (রেটিং ৬৩৯), ৪০ এ সাকিব আল হাসান (রেটিং ৫৭০), ৪৩ এ তামিম।