ড্রয়ের স্বস্তি নিয়ে মূল লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ
দুদিন বাদেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকের লড়াইয়ে নামবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেললেন তামিম ইকবালরা। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং মোটামুটি ভালোই গিয়েছে বাংলাদেশের। ভালো প্রস্তুতির স্বস্তি নিয়ে এবার মূল লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে দারুণ ব্যাট করেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। প্রথম দিন ১৪০ রান করা তামিম শেষ পর্যন্ত থেমেছেন দেড় শতাধিক রান করে।
অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচে গতকাল রোববার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সাত উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করে। যাতে তামিম ১৬২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। ২৮৭ বল খরচ করে ২১টি চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ওইদিন প্রথম ইনিংসে ৬৬ ওভারে ২০১ রান করে ৪ উইকেট হারিয়ে। আজ সোমবার ২০১ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ। পরে আরও একটি উইকেট নেন তিনি।
মোট ৬ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। তাঁর সঙ্গে থাকা আরেক পেসার ইবাদত হোসেনও নেন তিনটি উইকেট।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশ ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৩৫৯ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৪৭ করার পর ড্র হয় ম্যাচ।
প্রথম ইনিংসে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলা তামিম ইকবাল আর দ্বিতীয় ইনিংসে নামেননি ব্যাটিংয়ে। জয় ও মুমিনুলকে ওপেন করায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন মুমিনুল। ১৬ বলে ৪ রান করে রান আউট হন তিনি।
প্রথম ইনিংসে শূন্য করা জয় অপরাজিত থাকেন ৫৩ বলে ৯ রান করে। মিরাজ অপরাজিত থাকেন তিনি ৫১ বলে ৩২ রান করে।