তামিমের সেঞ্চুরির পর বল হাতে ইবাদতের সাফল্য
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৬ জুন। তার আগে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে দারুণ ব্যাট করেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। আগের দিন ১৪০ রান করা তামিম এদিন থেমেছেন দেড় শতাধিক রান করে।
আজ রোববার অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সাত উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করে। যাতে তামিম ১৬২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। ২৮৭ বল খরচ করে ২১টি চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ প্রথম ইনিংসে ৬৬ ওভারে ২০১ রান করে ৪ উইকেট হারিয়ে।
চন্দরপল ও সলোজানোর ভালো একটি জুটি গড়েন। চন্দরপল ৫৯ রানে ফিরে গেলেও সলোজানো ৮৩ অপরাজিত রয়েছেন।
তবে বল হাতে দারুণ উজ্জ্বলতা ছড়ান বাংলাদেশি তরুণ ইবাদত হোসেন। ১২ ওভার বল করে ৫১ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। আর রেজাউর ১৩ ওভারে ৪৭ রান দিয়ে এক উইকেট পান।
তিন দিনের ম্যাচে বাংলাদেশ এখনও ১০৯ রানে এগিয়ে আছে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৬ থেকে ২০ জুন অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট খেলবে। সেন্ট লুসিয়ায় ২৪ থেকে ২৮ জুন হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিনটি ওয়ানডে হবে ২, ৩ ও ৭ জুলাই। আর তিনটি টি-টোয়েন্টি হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।