তিন মাস দলকে বিরক্ত করবেন না পাপন
টি–টোয়েন্টি বিশ্বকাপের হতাশার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের সমালোচনা হচ্ছে সর্বত্র। এমনকি প্রশ্ন উঠেছে কোচ রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়েও। এমন পরিস্থিতিতে এবার নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল।
ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সেই ডমিঙ্গোর ভাগ্য নির্ধারণ হবে। তবে এ সিরিজ নয় শুধু, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টিম ম্যানেজম্যান্টকে আরেকটু সময় দিতে চান। হতাশা কাটিয়ে গুছিয়ে নেওয়ার জন্য দলকে আগামী তিন মাস বিরক্ত করতে চান না বিসিবিপ্রধান।
এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘নিউজিল্যান্ডে কাকে নামাবে আমি জানি না। আরও অনেক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। তারা পরীক্ষা–নিরীক্ষার জন্য তিন মাস সময় চেয়েছে। এ সময়ে ওদের বিরক্ত করতে চাই না। কেউ যদি তিন মাস সময় চায়, আমি না করতে পারি?
নাজমুল হাসান আরও বলেন, ‘একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? আপনি কি হাল ছেড়ে দেবেন, নাকি এটাকে ঠিক করবেন? ওদের কারও সামর্থ্য নেই, তা তো নয়। তারাই তো আগে পারফর্ম করে দেখিয়েছে! এই বিশ্বকাপে সৌম্য, লিটন, নাঈম পারফর্ম করেনি, এ নিয়ে এত হুলুস্থুল! কিন্তু ওরা তো এত দিন পারফর্ম করেছে। এখন মনে হচ্ছে, ওরা খেলাই জানে না!’
‘টিম ম্যানেজমেন্টকে চেষ্টা করতে দিন। আমি একেবারেই চিন্তিত নই। আমাদের যে ছেলেরা আছে এবং পাইপলাইনে যে ছেলেরা আছে, এটা শুধু সময়ের ব্যাপার। যারা পারফর্ম করছে না, তারা করবে। এতে কোনো সন্দেহ নেই’, যোগ করেন বিসিবিপ্রধান।