ধোপাখালী ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন বীর ফাইটার্স
ধনবাড়ী শিক্ষার্থী সংসদ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ধশিস প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বীর ফাইটার্স দল।
দুই দিনব্যাপী হওয়া এই টুর্নামেন্টের সমাপনী ছিল আজ শনিবার। আজকের খেলায় ধোপাখালী ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বীর ফাইটার্স দল।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভাসহ মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। দলগুলো হলো ধনবাড়ী মিউনিসিপ্যাল ডাইনামাইটস, বীর ফাইটার্স, ধোপাখালী ওয়ারিয়র্স, বলিভদ্র ব্রেভার্স, যদুনাথপুর এক্সট্রিম রয়্যালস, মারভেলাস মুশুদ্দি, দুরন্ত পাইস্কা ও বানিয়াজান রেঞ্জার্স।
ফাইনাল ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বীর ফাইটার্স দল। তাদের দলীয় সংগ্রহ ছিল ১২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৫ রান। জবাব দিতে নেমে ধোপাখালী ওয়ারিয়র্স ১২ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭১ রান তোলে।
এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আসাদুজ্জামান, ডা. হাসান হাফিজুর রহমান, উপদেষ্টা রবিউল আলম শাহীন, আব্দুল মান্নান, জাহিদ হাসান সুমন, মাহমুদুল হাসান টুটুল, সুখন মশিউর, সংগঠনের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক এস এম রিফাইনুল হাসানসহ অনেকেই।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা জাহিদ হাসান সুমন টুর্নামেন্টে যে আটটি দল অংশগ্রহণ করে তাদের সবাইকে ধন্যবাদ জানান। এ ছাড়া যাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে এই ধরনে প্রতিযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।