নারী বিশ্বকাপের সূচি ঘোষণা
আজ মঙ্গলবার নারী বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে বসছে আসরটি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা দলের বিপক্ষে।
আইসিসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, ডুনেডিন, হ্যামিলটন, ওয়েলিংটন, অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে আটটি দল লড়াইয়ে নামবে। ক্রাইস্টচার্চে হবে ফাইনাল। একটি ‘রিজার্ভ ডে’ থাকছে।
আসরের প্রথম সেমিফাইনাল হবে ৩০ মার্চ। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৩১ মার্চ। ৩১ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ এপ্রিল।
চূড়ান্ত পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাকি তিনটি দল বাছাই পর্ব থেকে উঠে আসবে।
বাছাই পর্ব শ্রীলঙ্কায় হবে আগামী বছর ২৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। অংশ নেবে ১০টি দল। বাংলাদেশকেও বাছাই পর্ব খেলতে হবে।