পাওয়ার হিটিং কোচ চাই বাংলাদেশের
ক্রিকেটে বাংলাদেশের বড় সমস্যা পাওয়ার হিটিংয়ে। পাওয়ার হিটিংয়ে পোক্ত কোনো খেলোয়াড়ও নেই। তাইতো টি-টোয়েন্টিতে চরম ধুঁকছে বাংলাদেশ। এই সমস্যা থেকে বের হতে, পাওয়ার হিটিংয়ের কোচ চাই বাংলাদেশ ক্রিকেট দলের। যেমনটা জানালেন, দলের তরুণ সদস্য শেখ মেহেদী হাসান।
জিম্বাবুয়ে যাওয়ার আগে মঙ্গলবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী জানান, যাদের স্কিল আছে তাদের এগিয়ে নিতেই চাই পাওয়ার হিটিং কোচ।
মেহেদী বলেন, ‘হ্যাঁ আমাদের পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, কোচ হয়ত তা ১০ শতাংশ এগিয়ে দেবেন। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশে পৌঁছে দিতে পারবেন না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব। আমরা প্রায় ১৫ বছরের মত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেত। যেহেতু হচ্ছে না, আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবে না।’
বাস্তবতা বুঝিয়ে এই অফ স্পিনার আরও বললেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা কাইরন পোলার্ড হতে পারব না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়। আমি চাইলেই প্রথম বলে ছক্কা মারতে পারব না। একটু ক্যালকুলেটিভ খেলতে হবে। ছক্কা মারতে না পারলে সিঙ্গেল, ডাবল, চার এগুলো দিয়ে পুষিয়ে দিতে হবে। তবে মাঝেমাঝে এমন পরিস্থিতিও থাকে ২ বলে ১০ বা ১২ রান লাগে। তখনকার হিসেব নিকেশ আলাদা। তখন ছক্কার দিকেই যাবেন। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু চেষ্টা করব।’