প্রস্তুতি ম্যাচে ড্র করে ওয়েস্ট ইন্ডিজের বার্তা
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মূল লড়াইয়ের আগে একটি আদর্শ প্রস্তুতি ম্যাচই খেলল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করে সাকিব-তামিমদের বার্তা দিয়ে রাখলেন সফরকারীরা।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিন ধরে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আজ শেষ দিন নিজেদের মূল বোলিং অস্ত্র রাকিম কর্নওয়ালকে বোলিংয়ে আনেনি ক্যারিবীয়রা। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের হুমকি দিয়ে রাখলেন কর্নওয়াল।
চট্টগ্রামে আজ রোববার ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে দুই উইকেটে বিসিবি একাদশ ৬২ রান করলে ফল ড্র আসে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ছন্দে ছিলেন ক্যারিবীয়রা। পাঁচ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ভালো সংগ্রহ নিয়েই দিন শেষ করেছে। দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন এনক্রুমা বনার। প্রায় ২০০ মিনিট ব্যাটিং করে ১৩৮ বলে এই ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ৯৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেন জন ক্যাম্পবেল। ৪৯ রান করেন রেমন রেফার। ৪৬ রান আসে জশুয়া ডি সিলভার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৫৯ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন তিনি। তিন উইকেট নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। দুটি নিয়েছেন সাইফ হাসান।
প্রস্তুতি পর্ব শেষ, এবার মূল লড়াই শুরুর অপেক্ষা। আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৭
বিসিবি একাদশ ১ম ইনিংস: ১৬০
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৮৯.২ ওভারে ২৯১ (আগের দিন ১৭৯/৫) (বনার ৮০, জশুয়া ৪৬, কর্নওয়াল ৪, রিফার ৪৯*, পেরমল ৭, ওয়ারিক্যান ২ ; খালেদ ১৬-২-৪২-৩, মুকিদুল ১৭.২-৪-৫৯-৪, সাইফ ১৭-২-৪৫-২, রিশাদ ২১-৩-৮৪-০, শাহিন ১১-১-৩৬-০, হৃদয় ৭-০-২১-১)।
বিসিবি একাদশ ২য় ইনিংস : (লক্ষ্য ৩৮৯) ২৯ ওভারে ৬৩/২ (সাদমান ২৩*, সাইফ ৭, নাঈম ০, ইয়াসির ৩৩*; রোচ ৪-৩-২-০, গ্যাব্রিয়েল ৪-৩-৫-০, পেরমল ১১-৪-২১-০, রিফার ৪-০-৭-২, জোসেফ ৪-০-১৭-০, বনার ২-০-১১-০)
ফল : ম্যাচ ড্র।