বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট
ফিল্ডিং নিয়ে বাংলাদেশের হতাশা বহুদিনের। সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশকে ভুগিয়েছে ফিল্ডিং। মূলত ক্যাচ মিসের খেসারত দিয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে লাল-সবুজদের। ফিল্ডিং নিয়ে সমস্যা থেকে বের হতে এবার শেন ম্যাকডারমটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হলো দুজন নতুন কোচ। গত শুক্রবার পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। এবার নিয়োগ পেলেন ম্যাকডারমট।
একচল্লিশ বছর বয়সি ম্যাকডারমটের সঙ্গে আগামী বছরের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। বাংলাদেশে আগেও কাজ করে গেছেন ম্যাকডারমট। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ, হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে কাজ করেছিলেন তিনি।
ফিল্ডিং নিয়ে ব্যর্থতার কারণে রায়ান কুকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। এরপর দুটি সিরিজে ফিল্ডিং কোচের ভূমিকা পালন করেন মিজানুর রহমান বাবুল। আর, সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এ বিভাগের দায়িত্বে ছিলেন রাজিন সালেহ। এবার নিয়োগ পেলেন ম্যাকডারমট।