বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয় টেস্ট দলে কেমার রোচ
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে অভিজ্ঞ পেসার কেমার রোচকে ওয়েস্ট ইন্ডিজ দলে নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেট খেলার সময় রোচ চোট পেয়েছিলেন, ফিটনেস সাপেক্ষে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়।
খেলার আগে রোচকে ফিট বলে ঘোষণা করা হয়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, সারের হয়ে খেলার সময় চোট পাওয়া এই পেসার একণ পোরোপুরি সুস্থ হয়েছেন।
এ ব্যাপারে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘রোচ টেস্ট ম্যাচের জন্য ফিট হয়েছেন সেটা দারুণ ব্যাপার। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য সে সবসময়ই অনুপ্রেরণা। ২৫০ উইকেট নিয়ে তিনি কেবল মাঠেই নয়, ড্রেসিংরুমেও দলকে উজ্জীবিত করছেন। আমি আনন্দিত সে ফিট, তাঁকে মাঠে দেখার অপেক্ষায় আছি।’
ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে।