বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে সরাসরি সুযোগ পেল যে দলগুলো
একেই বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ৩-০ তে জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ ছিল আয়ারল্যান্ডের। তবে তাদের সেই স্বপ্ন ভেঙেছে বৃষ্টির কল্যাণে। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় শেষ তাদের সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন। আইরিশদের কপাল পোড়ার দিনে সুসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেল প্রোটিয়ারা।
প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ডকে এখন বাছাইপর্ব খেলেই তবে মূল পর্বে জায়গা করে নিতে হবে। তবে যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত না হতো আর আয়ারল্যান্ড বাংলাদেশকে সব ম্যাচ হারাতে পারত, তাহলে দক্ষিণ আফ্রিকাকে বাছাই পর্ব খেলতে হতো। কিন্তু বৃষ্টি সব সমীকরণ পাল্টে দিল। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় জানা গেল কোন ৮টি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। দলগুলো হলো-ভারত, ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। যার মধ্যে ৮টি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি রইল আর দুটি দল। সেই দলগুলো নিশ্চিতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।