বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে কাল থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর লড়বে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের আগে টুর্নামেন্টটিতে ভালো করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন দলের প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ।
আগামীকাল শুক্রবার তিন জাতির সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। ক্রাইস্টচার্চে ম্যাচ শুরু আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায়।
মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে এক ভিডিও বার্তায় মিরাজ বলেছেন, ‘আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। দুটি গ্রুপে আমাদের অনুশীলন হয়েছে এবং সুনির্দিষ্ট অনুশীলন করেছি আমরা। যার যতটুকু দরকার, ততটুকুই করেছি। বিশেষ করে, আমি ব্যাটিং করেছি এবং বোলিংও করেছি। পেস বোলাররা স্পট বোলিং করেছে। যার যতটুকু দরকার, খুব ভালো প্রস্তুতি হয়েছে। কোচিং স্টাফ যারা আছেন, তারা খুব ভালো সাহায্য করেছেন আমাদের। আমাদের এখানে সহজ ছিল না অনুশীলন সেশন, কারণ এখানে একটু বেশি ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে। আমাদের দলের জন্য এটা ইতিবাচক দিক।’
এরপর মিরাজ জানান, এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশ দলের। এই অলরাউন্ডারের ভাষায়, ‘বিশ্বকাপের আগে এরকম ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে অনেক উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো করেছে, এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে এবং নিউজিল্যান্ডের মাটিতে খেলব। আশা করি, বড় দুটি দলের সঙ্গে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি।’