বিশ্বকাপ ইস্যুতে আফ্রিদিকে পাল্টা জবাব শেঠির
এশিয়া কাপ নিয়ে যেন আলোচনা থামছেই না। টুর্নামেন্টটি কোথায় কীভাবে আয়োজন হবে সেই ব্যপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন পরিস্থিতিতে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। চুপ করে বসে থাকেননি নাজাম শেঠিও, এবার আফ্রিদিকে দিয়েছেন কড়া জবাব।
আফ্রিদির জবাব প্রসঙ্গে নাজাম বলেছেন, ‘এই বিষয়ের সিদ্ধান্ত পিসিবি বা বিসিসিআই'র না বরং দুই দেশের সরকারের, 'আমাদের দলের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত শহিদ আফ্রিদি, জয় শাহ বা আমার নয়। ভারতীয় দলের সিদ্ধান্ত ভারতের সরকারের হাতে। আর পাকিস্তান দলের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের হাতে।'
নাজাম আরও যোগ করেন, 'এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই সচিব জয় শাহ ও আমারও নেই। যদি সরকার বলে আপনারা বিশ্বকাপ খেলতে যান, তাহলে অবশ্যই আমরা যাব।'
এদিকে, ভারতকে খেলাতে এশিয়া কাপের জন্য ফের একটা 'হাইব্রিড মডেল' প্রস্তাব করেছে পিসিবি। গুঞ্জন রয়েছে, আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই হবে এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তানে হবে চারটি ম্যাচ। সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পাকিস্তানের ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।