বিসিসিআইয়ের গালে চড় মেরে বিশ্বকাপ জিতবে পাকিস্তান: শহীদ আফ্রিদি
এশিয়া কাপের ভেন্যু নিয়ে নাটকীয়তা শেষ হয়নি এখনও। ভারত যেতে চায় না পাকিস্তানে। আর পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা। এই অবস্থার মধ্যে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি বাবর আজমদের ভারতে গিয়ে বিসিসিআইকে উচিত জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাদের অবস্থানে অনড় থাকতে বারণ করলেন আফ্রিদি। ভারতে দল পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাকিস্তান বিশ্বকাপ ট্রফি জিততে পারলে সেটা হবে বিসিসিআইকে ‘কষে চড় দেওয়া’।”
গত শুক্রবার (১৯ মে) পাকিস্তানের একটি টিভি শোতে সাবেক এই অধিনায়ক আরও বলেন, “আমি বুঝি না কেন তারা (পিসিবি) বসে আছে এবং বলেই যাচ্ছে যে আমরা ভারতে যাব না। পরিস্থিতি সহজ করা উচিত তাদের এবং বোঝা উচিত যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এটাকে ইতিবাচকভাবে নিতে হবে: যাও এবং খেল। ছেলেদের বলুন ট্রফি জিততে, পুরো জাতি তোমাদের পেছনে আছে। এটা শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইর মুখে কষে চড় দেওয়াও হবে।’
আফ্রিদি আরও যোগ করেন, ‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেলো এবং জিতে আসো। আমাদের কাছে এই একটি পথই খোলা। আমাদের সেখানে যাওয়া উচিত, ফিরতে হবে বিশ্বকাপ নিয়ে এবং তাদের পরিষ্কার বার্তা দিতে হবে যে, আমরা যে কোনও জায়গায় গিয়ে জিততেও পারি।’
২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে ভারত কখনও পাকিস্তানে যায়নি। দুই দেশের রাজনৈতিক বৈরিতাকে ছাপিয়ে সবশেষ দল দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে। এরপর থেকে আইসিসি টুর্নামেন্টেই দুই দলকে মুখোমুখি হতে দেখা গেছে। পাকিস্তান শেষবার ভারতে খেলেছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।