বৃষ্টির পর ফের লড়াইয়ে বাংলাদেশ
ডোমিনিকায় বাংলাদেশের ইনিংসের মাঝপথে বাগড়া দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ ৭.৪ ওভারে স্কোরবোর্ডে ৬০ রান তুলতেই বৃষ্টি নামে। আশার খবর হলো, বৃষ্টি থেমেছে। ডোমিনিকার আকাশে উঠেছে ঝলমলে রোদ। তাতে ফের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তবে বৃষ্টির কারণে ম্যাচের ওভার আরো কমেছে। ১৬ ওভার থেকে ১৪ ওভারে নেমেছে ম্যাচ। বাংলাদেশের ইনিংস শেষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে নির্ধারিত হবে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য।
১৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। নিজেদের ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছেন মুনিম শাহরিয়ার। আকিল হোসেনের বলে বলে ড্রাইভ করার চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন এই তরুণ ওপেনার। এর পর বিদায় নেন সাত বছর পর টি-টোয়েন্টিতে ফেরা এনামুল হক বিজয়। ৯ রান করে আউট হন লিটন দাস, আর সাকিব করেন ২৯ রান। আফিফ ফেরেন শূন্যতে।
ডোমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ গড়ায় বাংলাদেশ সময় রাত ১টা ১০ মিনিটে।
এই সিরিজের আগে অ্যান্টিগা ও সেন্ট লুসিয়াতে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। সেই হারের ক্ষত নিয়ে এবার টি-টোয়েন্টিতে পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই পরীক্ষায় বাংলাদেশ সফল হতে পারে কি না সেটাই দেখার।
২০১৮ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ। তবে আশার ব্যাপার হলো, সবশেষ দেখায় টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস আজ অনুপ্রেরণা জোগাবে পুরো বাংলাদেশ দলকে।