ভারতকে হারিয়ে যুব দলের শিরোপা জয়
আইচ মোল্লার দারুণ ইনিংসে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গড়ে বড় সংগ্রহ। ভারতীয় অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ২৩৪ রান করে তারা। এর জবাবে ভারতীয় দলটি একরকম বিধ্বস্ত হয়। ৫৩ রানে গুটিয়ে যায়। তাই বড় জয় পায় লাল-সবুজের দল।
আজ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনসে তিন দলীয় যুব ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১৮১ রানের বিশাল জয় পায়। টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে ফাইনালে দারুণ জয়ে শিরোপার উল্লাস করে লাল-সবুজের দলের যুবারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে আইচ ৯৩ রানের একটি ঝলমলে ইনিংস খেলে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আর আশিকুর করেন ৫০ রান। জবাবে ভারতের কোনো ব্যাটার খুব একটা সুবিধা করতে পারেননি।
বল হাতে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধস নামান নাইমুর রহমান। দুটি করে উইকেট নেন আশিকুর ও মেহরব হাসান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৩৪ (মাহফিজুল ০, ইফতেখার ১৭, নাবিল ২৮, আইচ ৯৩, ফাহিম ১৪, আরিফুল ৫, মেহরব ২, নাইমুর ৪, আশিকুর ৫০; ধানুশ ৭.৪-০-৬২-৩, রবি ৯-১-৪৪-২, আউম ৮-০-৫০-২)।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল : ৫৩ (ফাইজ ২, শোয়ান ২, আরাধ্য ০, আনশ ৫, উদয় ২৬, কুশাল ১১, অনিশ্বার ২, শাশ্বত ১, ধানুশ ০, রবি ১*, আউম ০; তানজিম ৫-২-৪-১, আশিকুর ৪-১-৮-২, নাইমুর ৬.৩-০-১৬-৪, মেহরব ৩-১-৭-২)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮১ রানে জয়ী।