ভালো করার আশায় কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঘণ্টা বেজে উঠেছে। চলতি মাসে অস্ট্রেলিয়ার মাটিতে গড়াবে টি-টোয়েন্টির মেগা আসর। তবে বিশ্ব মঞ্চে অংশ নেওয়ার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। সেখানেই মূলত নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
তিন জাতির সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। ক্রাইস্টচার্চে ম্যাচ শুরু আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায়।
স্বাভাবিকভাবে এই সিরিজে বাংলাদেশের অবস্থান নড়বড়ে। নিঃসন্দেহে বাংলাদেশের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সেটা মেনেই পরীক্ষায় নামবে বাংলাদেশ। প্রত্যাশা ভালো কিছু করার। মূল লড়াই শুরুর আগের দিন তেমনটাই জানিয়েছেন বাংলাদেশি তারকা মেহেদী হাসান মিরাজ।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ বলেছেন, ‘আসলে দেখুন ফলাফল তো আমাদের হাতে নেই। আমরা প্রক্রিয়া অনুসরণ করতে পারি এবং ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। সাকিব ভাই আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, এটা আমাদের জন্য বড় সুবিধা। কারণ সবশেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব।’
বিশ্বকাপের আগে এই সিরিজকে মূলত প্রস্তুতির মহড়াই বলা চলে। মিরাজও মনে করেন এই সিরিজ দলকে উজ্জীবিত করতে ভূমিকা রাখবে, ‘বিশ্বকাপের আগে এরকম ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে অনেক উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো করেছে, এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে এবং নিউজিল্যান্ডের মাটিতে খেলব। আশা করি, বড় দুটি দলের সঙ্গে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি।’
মিরাজের সংযুক্তি এখানে নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত হওয়াটাই গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ‘প্রতিটি ক্রিকেটারের প্রস্তুতি এখানে গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো পারফর্ম করতে পারি, বিশ্বকাপে গিয়ে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারব আশা করি।’