মাহমুদউল্লাহর বিশ্বকাপ ইস্যুতে মুখে তালা নান্নুর
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ দলে কি সুযোগ পাবেন মাহমুদউল্লাহ? এই প্রশ্নটি করা যতটা সহজ এর উত্তর ঠিক ততটাই কঠিন। মাহমুদউল্লাহ ইস্যুতে এর আগে নানা সময়ে ক্রিকেট সংশ্লিষ্টরা আশ্বাস দেখালেও এখন অনেকেই সুর পাল্টেছেন। এই ইস্যুতে এবার মুখে কুলুপ এঁটেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
গতকাল শুক্রবার (১৯ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ইস্যুতে নান্নু জানান, ‘আমি এখন এই বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। যেহেতু এখন আমরা বিশ্বকাপের দল তৈরি করছি না। আমরা আফগানিস্তান সিরিজের দল তৈরি করছি, এখন সেটা নিয়েই চিন্তাভাবনা করছি। আগামী সপ্তাহে আফগানিস্তান সিরিজের দল তৈরি করে জমা দিব। প্র্যাকটিস সেশন শুরু করব ২৯ তারিখ।’
মাহমুদউল্লাহর ফিল্ডিং নিয়েও কম আলোচনা হয়নি। এই ইস্যুতে প্রশ্ন করা হলেও এড়িয়ে গিয়ে নান্নু বলেন, ‘এই বিষয়ে আমি এখন কিছু বলতে পারব না। এখন আমাদের দলের ফিল্ডিং অনেক ভালো হয়েছে। গত আয়ারল্যান্ড সিরিজে দেখবেন, ব্রিলিয়ান্ট কিছু ক্যাচের কারণে কিন্তু আমরা ম্যাচে ফিরে এসেছি। এবং শেষে ম্যাচ জিতেছি।’
নান্নু আরও বলেন ‘সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই কনসার্ন আছে। এখন যেটা বললাম যে, এখন বিশ্বকাপ দল নিয়ে কোনো চিন্তাভাবনাই করছি না। আফগানিস্তান সিরিজ আছে। আফগানিস্তান সিরিজের পর আমাদের এশিয়া কাপ। বিশ্বকাপের আগে হাতে চার মাস সময় আছে।’
আসন্ন এশিয়া কাপের দল থেকেই বিশ্বকাপের দল চূড়ান্ত করবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাতেও তেমন আভাসই মিলেছে। তাই এশিয়া কাপের দলে সুযোগ পান কিনা মাহমুদউল্লাহ সেদিকেও বাড়তি নজর থাকবে ভক্ত-সমর্থকদের।