মাহমুদউল্লাহ-আফিফ প্রসঙ্গে হাথুরুসিংহের সাফ জবাব
পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢেলে সাজানো হচ্ছে সবকিছু। পারফর্ম না করেও দলে টিকে থাকার সুযোগ এখন নেই। যারা ভালো করবেন, তারাই সুযোগ পাবেন।
ওয়ানডে বিশ্বকাপের আগে দলে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর তিনি বদলে দিয়েছেন দলের সবার মনোভাব। সাফল্যও আসছে তাতে।
হাথুরুসিংহের অধীনে এখন পর্যন্ত চলতি বছর চমৎকার কাটছে বাংলাদেশের। মে মাসের ৯ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দেশের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে দলে ছিলেন না মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। আফিফের ফেরার পথ দেখলেও অধিকাংশই মাহমুদউল্লাহর ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না। সেটি নিয়ে নিয়মিতই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিসিবি সভাপতি থেকে শুরু করে কোচ, নির্বাচক সবাইকে।
আয়ারল্যান্ড সিরিজের আগে সিলেটে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। ক্যাম্প শেষে সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। অনুমিতভাবেই উঠে এলো মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনের প্রসঙ্গ। দুজনকে নিয়েই কোচ বলেন, 'তারা দলের বাইরে থাকলেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আমি আগেও বলেছি, পারফর্মাররা সুযোগ পাবে। বিশ্বকাপের আগে তাদের সুযোগ দেওয়া হবে। ভালো করলে সম্ভাবনা টিকে থাকার সম্ভাবনা থাকবে।'
মাহমুদউল্লাহকে নিয়ে হাথুরুসিংহে বলেন, 'সে যখন খেলেছে, দলের জন্য নিজের সেরাটা দিয়েছে। নিজের কাজটা ঠিকঠাক করে গিয়েছে। এখনও তার সম্ভাবনা শেষ শেষ হয়ে যায়নি। পারফর্ম করলে দলে ফিরতে পারবে।'
হাথুরুসিংহের কথায় স্পষ্ট, বাংলাদেশ দলের দরজা এখন কেবল পারফর্মারদের জন্য খোলা। নিজেকে যে বিলিয়ে দিতে পারবেন, গুরুত্বপূর্ণ করে তুলতে পারবেন, তারাই উঠবেন বিশ্বকাপের বিমানে।