ম্যাচ সম্প্রচার নিয়ে শঙ্কা
আর কদিন বাদে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে তাদেরই মাটিতে হবে খেলা। সময় বাকি নেই বেশি দিন, অথচ দেশটির কোনো টিভি চ্যানেল এই সিরিজ সম্প্রচারের স্বত্ত্ব পায়নি এখনো। তাই খেলা সম্প্রচার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন দেশের বাইরে কোনো সিরিজ খেলতে যাই, তখন সব কিছু নির্ভর করে সেই দেশের বোর্ড এবং তাদের সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ওপর। এখানে বিসিবির কিছু করার নেই। আমরা শুধু অনুরোধ করতে পারি।’
অবশ্য বিসিবির এই কর্মকর্তা আশা করছেন হয়তো দ্রুত একটা ব্যবস্থা হয়ে যাবে। তিনি বলেন, ‘আমি আশা করছি, দ্রুত একটা সমাধান হবে। আশা করছি দর্শকরা খেলা দেখতে পারবে।’
১৬ থেকে ২০ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় ২৪ থেকে ২৮ জুন হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিনটি ওয়ানডে হবে ২, ৩ ও ৭ জুলাই। আর তিনটি টি-টোয়েন্টি হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।