যাঁরা ক্রিকেটের ভালো করবেন, তাঁদের ভোট দিন : নাজমুল হাসান
আগামীকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে যোগ্য ব্যাক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন নাজমুল হাসান পাপন। সবকিছু ভুলে যাঁদের দিয়ে ক্রিকেটের উন্নয়ন হয়, তাঁদেরই যেন ভোটের মাধ্যমে কাউন্সিলর বেছে নেন—সে আহ্বান জানিয়েছেন নাজমুল হাসান।
গত মাসে শেষ হয়েছে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের দ্বিতীয় মেয়াদের দায়িত্বকাল। বিসিবির নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। তবে, ততদিন পর্যন্ত যাচ্ছে না। সামনেই বিশ্বকাপ থাকায় দ্রুতই নতুন বোর্ড পেতে চায় বিসিবি। সে লক্ষ্যে আগামীকালই হতে যাচ্ছে বিসিবির নির্বাচন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার রাতে নাজমুল হাসান বলেন, ‘একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি—বোর্ডে নতুন মানুষ আসা দরকার। আমি স্বীকার করছি—বোর্ডে শুধু আমাদের নয়, দেশের সব ক্রীড়া বোর্ডে কিছু মানুষ আছেন, যাঁরা সবসময় কাজ করেন। কিছু মানুষ মাঝে মধ্যে আসেন। আবার, কিছু মানুষকে কাজই করতে দেখা যায় না। এবার বেশি কাজের মানুষ যেন আসার সুযোগ পান, সেজন্য একটা ব্যবস্থা চালু করেছি আমরা। ভালো ভালো মানুষ আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত। (অথচ) যে পরিমাণ আসার কথা ছিল, সে পরিমাণ কিন্তু আসেননি। এটা আমি আপনাদের বলছি। আমি এখনও কয়েক জনের নাম বলে দিতে পারি, যাঁদের আমি আশা করেছিলাম প্রতিদ্বন্দ্বিতায় আসবেন। তবে ভালো দিকও আছে... নতুন মুখ এসেছে। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত তাঁরা, তাঁদের সংগঠন আছে। কাউন্সিলেঁরা যাঁকে ভালো মনে করবেন, তাঁকে ভোট দেবেন। আমি আপনাদের একটা কথাই বলব—আমি খুব খুশি। আমার কোনো সমস্যা নেই।’
এরপর নাজমুল হাসান বলেন, ‘নতুন বেশ কিছু মুখ আছে আমার মনে হয়। তাঁরাও অনেক অবদান রাখতে পারবে বোর্ডে। আপনাদের কাছে একটা অনুরোধই করব—কে কোন দল, কোন গ্রুপ, কে কার মানুষ—সব ভুলে গিয়ে আপনারা যাঁকে মনে করবেন সঠিক ব্যক্তি, যাঁদের দ্বারা ক্রিকেটের জন্য ভালো হবে, তাঁকেই ভোট দেবেন। এই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। কে হারলাম, কে জিতলাম—তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সব এক।’