রোহিতের ব্যাটে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
প্রথম দেখায় বড় লক্ষ্য দিয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ভারত। তবে ঘরের মাঠে দ্বিতীয় দেখায় আর ভুল করেনি স্বগাতিকরা। মাঠ ভেজায় সংকটে পড়ে যাওয়া ম্যাচটিতে শেষ পর্যন্ত রোহিত শর্মার ব্যাটে চড়ে অসিদের হারিয়েছে ভারত।
গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে রোহিত শর্মার দল।
ভেজা মাঠের কারণে আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৮ ওভারে। এই নির্ধারিত ওভারে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৯০ রান করে অস্ট্রেলিয়া। ১ ছক্কা ও ৪ চারে ১৫ বলে ৩১ রান করেন অ্যারন ফিঞ্চ। ম্যাথু ওয়েড খেলেন ৪৩ রানের অপরাজিত ইনিংস।
জবাব দিতে নেমে রোহিত ঝড়ে ৪ বল বাকি থাকতেই জয়ের নাগাল পেয়ে যায় ভারত। ৪ করে ছক্কা ও চারে ২০ বলে ৪৬ রান করেন ভারতীয় অধিনায়ক। যদিও শেষের নায়ত দিনেশ কার্তিক। শেষ ওভারে যখন ৯ রান লাগত ভারতের। তখন প্রথম দুই বলে ছক্কা-চার মেরে জয় নিশ্চিত করেন কার্তিক।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৯ ওভারে ৯০/৫ (ফিঞ্চ ৩১, গ্রিন ৫, ম্যাক্সওয়েল ০, ডেভিড ২, ওয়েড ৪৩*, স্মিথ ৭; হার্দিক ১-০-১০-০, আকসার ২-০-১৩-২, চেহেল ১-০-১২-০, বুমরাহ ২-০-২২-১, হার্শাল ২-০-৩২-০)।
ভারত: ৭.২ ওভারে ৯২/৪ (রাহুল ১০, রোহিত ৪৬*, কোহলি ১১, সূর্যকুমার ০, হার্দিক ৯, কার্তিক ১০*; হেইজেলউড ১-০-২০-০, কামিন্স ২-০-২৩-১, জ্যাম্পা ২-০-১৬-৩, স্যামস ১.২-০-২০-০, অ্যাবট ১-০-১১-০)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রোহিত শর্মা।