লিভারপুলকে বিদায় করে শেষ আটে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের মাঠে বড় জয়ে শেষ আটে এক পা দিয়েই রেখেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে সারল আনুষ্ঠানিকতা। দ্বিতীয় লেগেও ইংলিশ ক্লাব লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করল বেনজেমার দল।
গতকাল বুধবার (১৫ মার্চ) দিনগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয় ১-০ গোলে। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ এগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে কার্লো আনচেলত্তির দল।
প্রথম লেগে ঘরের মাঠে ৫-২ গোলের বড় হারে রিয়ালের মাঠে অসম্ভবকে সম্ভব করার এক চ্যালেঞ্জ মাথায় নিয়ে নেমেছিল অলরেডরা। সে লক্ষ্যে ম্যাচের সপ্তম মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল লিভারপুল, তবে কাজে লাগাতে পারেনি। মোহাম্মদ সালাহর পাস থেকে নুনেসের শট সহজেই প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। অন্যদিকে স্বাগতিক রিয়াল প্রথমবারের মতো জোরালো আক্রমণ করে ম্যাচের ১১তম মিনিটে। টনি ক্রুসের দূরপাল্লার শট ঠিকমতো নিয়ন্ত্রনে নিতে পারেননি লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। ১৪তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন বেনজেমা। তবে বল নিয়ন্ত্রণে নিতে না পারায় সে যাত্রায় গোলবঞ্চিত হয় রিয়াল।
এরপর ম্যাচের ২০তম মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে কামাদিঙ্গার জোরালো শটে কোনমতে হাত ছোঁয়ান অ্যালিসন। বল ক্রসবারে লাগায় হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের। এরপর ম্যাচের ৩৩তম মিনিটে নুনেসের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এরপর বাকি সময়ে তেমনি কোনো জোরালো আক্রমণ না হওয়ায় গোলশূন্য বিরতিতে যায় দু'দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়ায় রিয়াল। জোড়া সেভ দিয়ে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন অ্যালিসন। ৬৪তম মিনিটে ফের একবার গোলের দারুন সুযোগ পেয়েছিল রিয়াল। তবে লুকা মদ্রিচের পাস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন ভালবারদে। ৬৮তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস এর ক্রস থেকে হাস্যকর ভুল করেন বেনজেমা। বল মারেন পোষ্টের বাইরে।
তবে থেমে থাকেনি রিয়াল, একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের ৭৮তম মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি বেনজেমা। তার এই গোলে ১-০তে লিড নেয় লস ব্লাঙ্কোসরা। বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ করতে না পারায় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় অলরেডদের।
এর আগেই শেষ আটে খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান, নাপোলি ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলো।