‘সবার জন্য ক্রিকেট’—এই ধারণা ছড়িয়ে দিতে চাই : নাজমুল আবেদিন ফাহিম
আগামীকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে অংশ নিচ্ছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। বোর্ড পরিচালক এবং বর্তমান পর্ষদের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। নির্বাচনে জয়ী হলে আঞ্চলিক ক্রিকেট কাঠামোকে সক্রিয় করা থেকে শুরু করে ক্রিকেটের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চান নাজমুল আবেদিন।
গত মাসে শেষ হয়েছে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের দ্বিতীয় মেয়াদের দায়িত্বকাল। বিসিবির নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। তবে, ততদিন পর্যন্ত যাচ্ছে না। সামনেই বিশ্বকাপ থাকায় দ্রুতই নতুন বোর্ড পেতে চায় বিসিবি। সে লক্ষ্যে আগামীকালই হতে যাচ্ছে বিসিবির নির্বাচন।
নিজের নির্বাচনি ইশতেহার নিয়ে নাজমুল আবেদিন জানান—
১. ক্রিকেট বোর্ডের সম্মানিত কাউন্সিলরদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী ‘লিডারশিপ গ্রুপ’ তৈরি করতে চাই।
২. আঞ্চলিক ক্রিকেট কাঠামোকে সক্রিয় করার মাধ্যমে সার্বিক ক্রিকেট কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ক্রিকেটকে সত্যিকার অর্থে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়াসহ সব প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে চাই।
৩. ক্রিকেট মাঠ, ইনডোর, জিম ইত্যাদি-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে দেশব্যাপী ক্রিকেট কাঠামোর উন্নয়ন করতে চাই।
৪ . ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত মানব সম্পদ এর গুণগত মান বৃদ্ধি করার মধ্য দিয়ে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমানো।
৫ . বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড-সহ অন্যান্য সংস্থাকে ক্রিকেটের মূল ধারায় সংযুক্ত করার মধ্য দিয়ে শিক্ষিত ক্রিকেটার গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
৬ . নারী ক্রিকেটের যথাযথ মূল্যায়ন এবং এর কার্যক্রমকে সর্বোপরি আরও গতিশীল করা।
৭ . ‘সবার জন্য ক্রিকেট’—এই ধারণাটি দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।