সাকিবদের অনুশীলন দেখতে মাঠে হাজির পাপন
এশিয়া কাপকে সামনে রেখে অফিশিয়ালভাবে কোনো ক্যাম্প শুরু হয়নি। তবে টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে আগেভাগেই অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা।
গত কয়েকদিন ধরেই নিজেদের মতো প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। কেউ একাডেমিক মাঠে, কেউ ইনডোরে কিংবা কেউ সেন্টার উইকেটে। যে যেভাবে পারছেন নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। ক্রিকেটারদের এই অনুশীলনের মধ্যেই আজ বৃহস্পতিবার হঠাৎ মাঠে এসে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব-মুশফিকদের অনুশীলন দেখতে সেন্টার উইকেটেই চলে যান বিসিবিপ্রধান।
মুশফিকুর রহিম যখন সেন্টার উইকেটে ব্যাট করছিলেন তখন মাঠে প্রবেশ করেন পাপন। তাঁর সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদসহ কয়েকজন।
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলেছেন, ‘যেহেতু এশিয়া কাপে টিম যাচ্ছে, তার জন্য সিডন্স চলে এসেছে। আর সে আমাকে জানিয়েছে এখানে কয়েকজন অনুশীলন করছে। কী করছে না করছে, এসব নিয়ে কথা হয়েছিল। যখন শুনলাম তারা অনুশীলন করছে, তখন ভাবলাম একটু আসি।’
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।