সাকিব-মুশফিকদের সহায়তায় লেগ স্পিনার রিশাদ
আসন্ন এশিয়া কাপে ব্যাটারদের প্রস্তুতির সহায়তার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা অনেকটাই নির্ভর করবে লেগ স্পিনের ওপর। আফগানিস্তান দলে আছেন রশিদ খান। আর লঙ্কান দলে আছেন স্পিনার ওয়ানিন্দু হারাসাঙ্গা।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে বলেন, ‘টিম ম্যানেজমেন্টের চাহিদার কারণে রিশাদকে আরব আমিরাতে পাঠানো হয়েছে। ঢাকায় দলীয় অনুশীলনেও রিশাদ ছিলেন এবং ভালো করেছেন। তারও ভালো প্রস্তুতি ছিল। তাই ব্যাটারদের সহায়তা করার জন্য তাকে পাঠানো হয়েছে।’
বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে, নিশ্চিতভাবে প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত ও পাকিস্তানকে। দুই দলে আছেন যুজবেন্দ্র চাহাল ও উসমান কাদির।
এরই মধ্যে দুবাইতে গেছে বাংলাদেশ দল। গতকাল দলের সঙ্গে যেতে না পারা পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার এনামুল হক বিজয়ের সঙ্গে ঢাকা ছাড়েন রিশাদ।