সিরিজ জেতায় ৩ কোটি টাকা বোনাস ঘোষণা বিসিবির
জিম্বাবুয়ে, কেনিয়া, ওয়েস্ট ইন্ডিজ—এতদিন এ তিনটি দলের বিপক্ষেই দেশের বাইরে সিরিজ জয়ের কীর্তি ছিল বাংলাদেশের। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার নাম। গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ নিয়ে চতুর্থ দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জয়ের আনন্দ পেল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে পুরো দেশকে উচ্ছ্বাসে ভাসিয়েছেন ক্রিকেটাররা। এ জন্য তাঁদের বড় পুরস্কার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতায় তাৎক্ষণিকভাবে ক্রিকেটারদের জন্য তিন কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সঙ্গে সঙ্গেই ফোন করে ক্রিকেটারদের বোনাসের কথা জানিয়ে দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খেলা শেষে বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’
এরপর বোনাসের কথা জানিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিকভাবে বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিলেন। আমাদের সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’
সিরিজ জয়ের কীর্তি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো, এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি। অবশ্যই এটা বড় প্রাপ্তি।’