সেঞ্চুরিতে তামিমের প্রস্তুতি, ব্যর্থ মুমিনুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে ব্যাট হাতে দারুণ প্রস্তুতি হলো তামিম ইকবালের। একমাত্র প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ওপেনার। তবে, তামিমের ব্যাট হাসলেও ব্যর্থ ছিলেন সদ্য নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো মুমিনুল হক। প্রস্তুতি ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি তিনি। শূন্য রানে ফিরেছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে তামিমের অপরাজিত সেঞ্চুরির সৌজন্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে এখনো অপরাজিত তামিম। ২৪০ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪০ রান করেছেন তামিম। ২ বল খেলে ৬ রানে তার সঙ্গে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এ ছাড়া রান এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাটে। ৯৯ বলে ৫৪ রান করেছেন তিনি। ৩৯ বলে ১১ রান করে চোটের জন্য মাঠ ছাড়েন ইয়াসির। মিরাজ করেন ২৭ বলে ৭ রান।
আগামী ১৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ২৭৪/৬ (তামিম ১৪০*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৭, মোসাদ্দেক ৬* ; ম্যাকসুইন ১০-১-৪৯-১, লুইস ১৪-২-৪৪-২, মিন্ডলে ৭-৩-২০-০, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৩.৫-৬-২৮-১ কারাইয়া ৬-০-১৫-১)।